সুপ্রভাত বগুড়া (দৌলত জামান): বগুড়ায় করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম জুলফিকার আলী ভূট্টো(৫০)।
ব্যবসায়ী ভূট্টো বগুড়া শহরের রাজাবাজার এলাকার বাসিন্দা।তিনি মঙ্গলবার দুপুর পৌণে ২টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন আরএমও ডা. খায়রুল বাশার মোমিন।
এর আগে টিএমএসএস হাসপাতালে সকালের দিকে করোনায় আক্রান্ত হয়ে দুপচাচিয়ার এক ব্যক্তি মারা যান। এই নিয়ে জেলায় একদিনে করোনায় ২জনের প্রাণহানি ঘটলো।
ডা. মোমিন জানান, মারা যাওয়া ব্যক্তি গত ৮জুন করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন।
তার শ্বাসকষ্টের পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল। ৯দিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।