সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ায় নতুন করে আরও ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১জন চিকিৎসক, দুজন পুলিশ কনস্টেবল ও ৮জন কারারক্ষী রয়েছেন।
আজ শুক্রবার (২৯ মে) রাতে বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান
তুহিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা করা হয়েছে ১৮৮ টি, এর মধ্যে বগুড়ার
১৮০টির মধ্যে পজিটিভ ১৮টি, সিরাজগঞ্জের ৬টির মধ্যে পজিটিভ ১টি, গাইবান্ধার ২টির মধ্যে ২টি পজিটিভ,
বগুড়ার ১৮ জনের মধ্যে সদরে ১৫ জন শাজাহানপুর, সারিয়াকান্দি ও দুপচাঁচিয়ার ১জন করে।
সিভিল সার্জন আরও জানান, এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ২১৩ জন।
সুস্থ হয়েছেন ১৯ জন।