সুপ্রভাত বগুড়া (ব্যবনা-বাণিজ্য): রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম কেন্দ্র নিউমার্কেট ঈদের আগে খুলছে না।
আজ শুক্রবার এই তথ্য জানায় নিউমার্কেট দোকান মালিক সমিতি। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি
ও মার্কেট খোলার বিষয়ে সরকারি বিধি ও নিষেধ পর্যালোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে কবে মার্কেট খোলা হবে সে বিষয়ে পরে জানানো হবে।
সরকারের প্রজ্ঞাপনে আগামী ১০ মে থেকে দোকান খোলার কথা বলা হয়েছিল। এর আগে, ঈদের আগে মার্কেট না খোলার সিদ্ধান্তের কথা জানায় বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষও।