অতীতের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় দক্ষতার সাথে সাফল্যের পরিচয় দিয়েছেন: কাদের

246

সুপ্রভাত বগুড়া (জাতীয়): প্রকৃতিক দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে সাফল্যের পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিডিও কনফারেন্সে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের কাজ চলছে।

পরে দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে তিনি বলেন, ভিন্ন এক বাস্তবতায় এবার ঈদ উদযাপিত হতে যাচ্ছে।

তবে ঈদ উদযাপনের চেয়েও বেঁচে থাকাটা জরুরি। বেঁচে থাকলে ভবিষ্যতে আরো বহু ঈদ উদযাপনের সুযোগ পাওয়া যাবে বলেও জানান ওবায়দুল কাদের।

এসময় করোনা বিরোধী লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারি নির্দেশনা পালন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

পরে করোনা সংকটকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ তৎপরতার প্রশংসা করেন ওবায়দুল কাদের।