সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): করোনার হটস্পট বগুড়ায় আজ ১০-০৬-২০২০ তারিখে নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদের মধ্যে পুরুষ- ৬৩জন,মহিলা-১৭ জন ও শিশু-২জন। এদের উপজেলাভিত্তিক তথ্য জানা যায়নি।
আজ শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার (৫৯ জন পজিটিভ) ও টিএমএসএস এর ৭০ ফলাফলে বগুড়ায়(২৩জন পজিটিভ)।
এই নিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৩৭জন। এপর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭৩জন, মৃত্যু-০৮জন।
বর্তমানে চিকিৎনাধীন রয়েছেন ৯৫৬ জন। করোনা মোকাবেলায় সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি ও সকল সরকারি নির্দেশনা অনুসরণ করে নিজ নিজ স্থান থেকে সচেতন হোন। সবাই বাড়িতে থাকুন, সুস্থ্য থাকুন।
তথ্য সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।