যুগ্ন সচিব পদোন্নতি পেলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহোম্মদ

যুগ্ন সচিব পদোন্নতি পেলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহোম্মদ। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার সুযগ্যে মান্যবর জেলা প্রশাসক জনাব ফয়েজ আহাম্মদ মহাদয় যুগ্ন সচিব পদে পদোন্নতি প্রাপ্তিতে “দৈনিক সুপ্রভাত বগুড়া” এর পক্ষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জনাব ফয়েজ আহম্মদ স্যার এই পদোন্নতি হওয়ায় আমরা বগুড়াবাসী আনন্দীত ও গর্বীত।

Pop Ads

এই করোনা মহামারিতে স্যারে অনেক অবদান রয়েছে যা বগুড়াবাসী কখনো ভুলবেনা।

তিনি এই করোনার ভাইরাসের মধ্যে নিজে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা
করেছেন খাদ্য বাড়ির টিনসহ নানা ভাবে মানুষের সেবা করে গেছেন।

কিছু মধ্যেবিত্ত পরিবারকে গোপনে খাবার পৌছে দিয়েছেন তাদের নাম ঠিকান গোপন
রেখেছেন। তার এই মহান উদরতা বগুড়ার মানুষ কখনো ভুলবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here