বগুড়ায় পুলিশ, নার্স ও ড্রাইভার সহ আজ ১৪ জন করোনায় আক্রান্ত !

390

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ায় নতুন করে ১২ জন পুলিশ, শজিমেকের নবযোগদানকৃত নার্স ও ড্রাইভার এর শরীরে করোনা ভাইরাস কভিড্-১৯ শনাক্ত হয়েছে।

আজ শনিবার (১৬ মে ) রাত ৯ টায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান
তুহিন বিষয় টি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৫ জনে দাড়ালো।

এদের মধ্যে ১১ জন সুস্থ হওয়ায় এখন ৬৪ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জানা যায়, শনাক্তকৃত ১২ জন পুলিশ তারা এখন পুলিশ লাইন্সের আইসেলোশনে রয়েছেন।

বাকি দু জনের মধ্যে একজন শজিমেকে নতুন যোগদানকৃত নার্স তার বাড়ি
সদরের নুনগোলা এলাকায়, তিনি গত ৭মে ঢাকা থেকে বগুড়া এসেছে এবং গত ১৩ মে
কর্মস্থলে যোগদান করলে ১৪ নভতার নমুনা সংগ্রহ করা হয়।

অপর একজন সদরের গোকুল এলাকার ব্যক্তি তিনি ১৩ মে ঢাকা থেকে বগুড়া এসেছে। উল্লেখ্য বগুড়ায় আক্রান্ত ৭৫ জনের মধ্যে ২৩ জন পুলিশ।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান তুহিন জানান, শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ শজিমেক থেকে আমাদের হাতে আজ ১৮৮ টি নমুনা পরিক্ষার রিপোর্ট এসেছে তার মধ্যে বগুড়ায় ১৪টি পজিটিভ এসেছে।