২০০গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর হাতে আটক! আদালতে সোপর্দ

২০০গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী পুলিশ ফাঁড়ীর হাতে আটক; আদালতে সোপর্দ।-সুপ্রভাত বগুড়া

স্টাফ রিপোর্টার : ২০০( দুইশত) গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী খোকন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর হাতে আটক, মামলা দায়ের ও বিজ্ঞ আদালতে সোপর্দ।

বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম, সংগীয় এটিএসআই সাজ্জাদ, এএসআই নুরে আলম ও ফোর্সের সহায়তায়-

অদ্য ইং ০১/০৭/২০২০ তারিখ সকাল ১০.২৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়ের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গার উপর হইতে মাদক ব্যবসায়ী খোকন(৩৮) পিতা মৃত হবিবর মন্ডল সাং কাটনার পাড়া হটু মিয়া লেন থানা ও জেলা বগুড়াকে-

২০০( দুই শত) গ্রাম গাঁজাসহ আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলস দায়ের করে অদ্য ০১/০৭/২০২০ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here