সুপ্রভাত বগুড়া (এ.কে দিপংকর(সদর উপজেলা প্রতিনিধি): মাদক কারবারীদের নিধন করতে উঠেপড়ে লেগেছে বগুড়ার পুলিশ প্রশাসন।
একের পর এক তাদের জালে ধরা পড়ছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা। এরই ধারাবাহিকতায় বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্ব এসআই শহিদুল ইসলাম, এএসআই নুরে আলম, এটিএসআই সাজ্জাদ, এএসআই আহসান, এটিএসআই নাসিম সংগীয় ফোর্সের সহায়তায়-
আজ সকাল ০৯.৫৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন শিববাটিস্হ জেলা শিল্পকলা একাডেমীর গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। শফিকুল ইসলাম( ৫৩) পিতা মৃত ওসিম উদ্দীন সাং মধ্য কাটনারপাড়া
০২।আলম(৩১) পিতা মৃত ছক্কা সাং শিববাটি ঝরনা ডাক্তারের গলি উভয় থানা ও জেলা বগুড়া কে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।