বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কিলিং মিশনে ১৭ জন জড়িত, গ্রেফতার-১ !

330

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব বগুড়া প্রতিনিধি): বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রামানিক ওরফে মিষ্টার এর কিলিং মিশনে ১৭ জন জড়িত রয়েছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার ৬ জুন বিকেলে নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতা মিষ্টারের বাবা আরমান প্রামাণিক বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ফিরোজ (২৮) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ফিরোজ উপজেলার শাকপালা গ্রামের জামাল উদ্দিনের পুত্র। শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে শাজাহানপুর উপজেলার শাকপালা বাস ষ্ট্যন্ডের পাশে প্রকাশ্যে দৃর্বৃত্তদের রামদায়ের কোপে নৃশংস ভাবে খুন হন স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু হানিফ মিষ্টার।

পুলিশের নথি মোতাবেক নিহত নেতা হত্যা-খুনের ৪টি সহ ৯ টি মামলার আসামী। তিনি জামিনে ছিলেন। মামলায় এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির জের ধরে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।