বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার !

সুপ্রভাত বগুড়া (সাদ্দাম পারভেজ): বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ মে) দুপুর বেলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ শওক
কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার রণবাঘ এলাকা থেকে মাদক কারববারিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নাটর জেলার গোকুল নগর পারখোলা বাড়িয় গ্রামের আব্দুল
কুদ্দুসের ছেলে সবুজ ওরফে দুলাল (৩০) একই গ্রামের হোসেন আলীর ছেলে মামুন
ওরফে বুস (৩০) ও চকরাম হামিদ মোল্লা গ্রামের হামি ব্যপারি ছেলে হাবিব
হোসেন   (৩০)।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ
ওসি মোহাম্মাদ শওকত কবিরের নেত্বত্নে এস আই শুবোধ চন্দ্র সঙ্গীয় ফোর্স
নিয়ে=

রণবাঘা এলাকায় চেকপোষ্ট বসিয়ে কালো রঙ্গের পালসার মটরসাইকেল তল্লাশী
করলে সিটের নিচে থেকে গাঁজা উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ শওত বলেন, ৩ কেজি গাঁজা সহ
তিন জনকে গ্রেফতার করা হয় তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here