সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মো: নাহিদ, নাটোর প্রতিনিধি): নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ী এলাকার ১৫০জন শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন ৩৮তম বিসিএস সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডাররা।
আজ শুক্রবার (১৮ডিসেম্বর) বিকেলে রুইগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ৩৮তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের আয়োজনে এই কম্বল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩৮তম বিসিএস সুপারিশপ্রাপ্ত প্রশাসন এএসপি ফয়সাল তানভীর, ওমর ফারুক, প্রশাসন সাবরিন আক্তার, শিক্ষা জামিন আহম্মেদ, লুৎফর নাহার, রোকনুজ্জামান, প্রাণীসম্পদ আরিফুল ইসলাম প্রমূখ।