
সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): অদ্য ০২/১২/২০২০ খ্রিঃ রোজ-বুধবার সকাল ১০.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন গোকুল এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৮ (আটষট্টি) বোতল ফেন্সিডিল, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৬৮,০০০/- (আটষট্টি হাজার) টাকা, এবং ০১ (এক) টি Hero Hunk ১৫০ সিসি মোটরসাইকেল, যার বাজার মূল্য ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা, স
হ আসামী- ০১। মোঃ জাহিদ হাসান (৩৪), পিতা- মোঃ আলেক শেখ, মাতা- মোছাঃ জবেদা খাতুন, সাং- নিউ জুম্মাপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর কে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোহাঃ সেলিম বাদশাহ্ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আতাউর রহমান,
নায়েক মোঃ আবুল ফজল, মোঃ রায়হানুল ইসলাম, কনস্টেবল মোঃ নাজিমুজ্জামান, মোঃ শামীম ইসলাম, মোঃ আনোয়ার হোসেন এবং মোঃ শামীম হোসেন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।