অবশেষে শুরু হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

অবশেষে শুরু হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম্যাচে টসে জিতে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকার আমন্ত্রণে ব্যাট করতে নামা রাজশাহীর অধিনায়ক রুবেল হোসেনের প্রথম ওভারে তেমন সুবিধা করতে পারেননি। দুই ওপেনার পাওয়ার প্লে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছিলেন।

তবে চতুর্থ ওভারে রুবেলের বলে তানজিদ হাসান তামিমকে ক্যাচ দিয়ে বসেন শান্ত। তার ব্যাট থেকে আসে ১৭ রান। তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন ইমন। দলীয় ৪৮ রানে ৬ রান করে বিদায় নেন রনি তালুকদার। এরপর আশার বাতি জ্বালাতে পারেননি আশরাফুলও। মাত্র ৫ রান করে মুক্তার আলীর বলে ফিরে যান তিনি।

Pop Ads

পয়েন্ট অঞ্চলে অসাধারণ এক ক্যাচ নেন নাঈম শেখ। পরের ওভারে ফিরে যান আনিসুল। সুবিধা করতে পারেননি ফজলে রাব্বিও। ফেরেন শূন্য রানে। ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারানো রাজশাহীর হাল ধরেন শেখ মেহেদি এবং নুরুল হাসান। দু’জন মিলে গড়েন ৪৯ বলে ৮৯ রান।

শেখ মেহেদি করেন ২০ বলে ৩৯ রান। আর নুরুল হাসানের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৯ রান। শেষ পর্যন্ত  নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি পায় রাজশাহী। ঢাকার হয়ে মুক্তার নেন ৩ উইকেট।