আগামী ১ জুলাই থেকে রাস্তায় চলবে না ফিটনেসবিহীন গাড়ি : বিআরটিএ

আগামী ১ জুলাই থেকে রাস্তায় চলবে না ফিটনেসবিহীন গাড়ি : বিআরটিএ । ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (জাতীয়): আগামী ১ জুলাই থেকে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলার যোগ্যতা হারাবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গত দশ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধ করতে চাইছে সংস্থাটি। বিআরটিএ বলছে, যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা তারও বেশি সময় ধরে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে।

Pop Ads

নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে। আজ শুক্রবার (১৯ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ থেকে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা রয়েছে।

তা সত্ত্বেও বিআরটিএ’র ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল ধরে উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি। 

এমতাবস্থায়, এ সব মোটরযানের মালিকদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব-স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে।

অন্যথায় ১ জুলাইর পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযান ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here