আইপিএলের খবর প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম “নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস”

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): একপাশে মৃত্যুর মিছিল অন্যপাশে আইপিএলের আলোর ঝলকানি। বড্ড বেমানান চিত্র। করোনা আক্রান্তদের আহাজারি, হাহাকারে ভারী হয়ে উঠেছে ভারতের বাতাস। এমন পরিস্থিতিতে আইপিএলের রঙিন আয়োজনের কড়া সমালোচনা করছেন অনেকেই।

ব্যতিক্রম নয় গণমাধ্যমও। প্রতিবাদের অংশ হিসেবে ভারতের প্রথম সারির গণমাধ্যম ‘নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ আইপিএলের খবর প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে।

Pop Ads

গণমাধ্যমটির অনলাইন, প্রিন্ট কোনো সংস্করণেই থাকবে না আইপিএলের কভারেজ। এমনকি তাদের সহপ্রচারমাধ্যমগুলোও আইপিএলের খেলার খবর বয়কট করবে।

কঠিন পরিস্থিতির আর বিতর্কের মধ্যেই বুধবার (২৮ এপ্রিল) থেকে আইপিএল মাঠে গড়াবে করোনার হটস্পট দিল্লিতে। আর তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে আইপিএলের সব খবর ছাপানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।