আজ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন

আজ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হচ্ছে আজ।বিকাল সাড়ে ৫টায় ভিডিও কনফারেন্সে পাইপলাইনটি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আসবে দিনাজপুরের পার্বতীপুরে।

ভারত থেকে আসা তেল সংরক্ষণের জন্য প্রস্তুত দিনাজপুরের পার্বতীপুরের ডিপো। বাংলাদেশ অংশের ১২৬ এবং ভারত অংশের ৫ কিলোমিটার পাইপলাইনের কাজও শেষ। পানি ফ্লাশিংয়ের মাধ্যমে চেক করা হয়েছে পাইপলাইন। এখন উদ্বোধনের অপেক্ষা।

Pop Ads

উদ্বোধনের পর ভারতের শিলিগুড়ির নুমালী গড় তেলডিপো থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আসবে পার্বতীপুরের ডিপোতে। এই তেল সরবরাহ করা হবে উত্তরাঞ্চলের ১৬ জেলায়। পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন জানান, পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনে একদিকে যেমন খরচ কমবে তেমনি নিশ্চিত হবে নিরবিচ্ছিন্ন সরবরাহ।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি ম্যানেজার রবিউল আলম বলেন, পাবর্তীপুরের ডিপোতে ৩০ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ৮টি ট্যাংক স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন তেল আমদানি ও সরবরাহ করা যাবে। ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।