আজ জুনের তৃতীয় রবিবার “বিশ্ব বাবা দিবস” !

আজ জুনের তৃতীয় রবিবার "বিশ্ব বাবা দিবস" ! - সুপ্রভাত বগুড়া

সুপ্রভাত বগুড়া (জীবন-জীবীকা): আজ বিশ্ব বাবা দিবস। ভাষাভেদে শব্দ আর স্থানভেদে বদলায় উচ্চারণ, তবে বদলায়না পিতৃত্ব।

আজ জুনের তৃতীয় রবিবার “বিশ্ব বাবা দিবস” !- সুপ্রভাত বগুড়া

দেশ থেকে দেশে কিংবা সময় থেকে সময়ে একই মমতায় চিরন্তণ পিতা-সন্তানের বন্ধন। বিশ শতকের গোড়ার দিকে দিবসটি পালন শুরু হয় যুক্তরাষ্ট্রে।

Pop Ads

বিশ্বে একেক দেশে একেক তারিখে দিবস পালন হলেও বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের বেশিরভাগ দেশে পালন হয় জুনের তৃতীয় রবিবারে।

তবে, এবার করোনা মহামারিতে বাবা দিবস এলো এক ভিন্ন পরিপ্রেক্ষিতে। প্রাণঘাতি করোনা কেড়ে নিয়েছে অনেকের বাবার প্রাণ ।

প্রিয় বাবাকে হারিয়ে শোকে পাথর-নিঃশ্ব তারা। চোখের সামনে বাবার চলে যাওয়া এবং সন্তান হিসেবে তাদের জন্য কিছুই করতে না পারার আক্ষেপ আজীবনই থেকে যাবে তাদের।

তবে কর্মব্যস্ততার কারনে যেসব বাবা সন্তানদের সময় দিতে পারতেন না তাদের সন্তানরা করোনাকালীন লকডাউনে এবার বেশি করে পাচ্ছে বাবার সান্নিধ্য।

কিন্তু, জরুরি পেশায় কর্মরত বাবার সন্তানদের কথা ভিন্ন। আসলে বাবা আর সন্তানের সম্পর্ককে কোন দিবস দিয়ে বেঁধে রাখা যায় না।

শুধুমাত্র একটি দিন নয়, প্রতিদিনই বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের বিষয়টি চিরন্তন। ভালো থাকুক ভালোবাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here