আদমদীঘিতে বেড়েছে চালের মূল্য

সুপ্রভাত বগুড়া (শিমুল  হাসান , আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার আদমদীঘিতে পবিত্র রমজান মাসকে সামনে রেখে চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা থেকে ৮ টাকা। হঠাৎ করে উপজেলার পৌর শহরের বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছে বিপাকে।

চালের বাজার সহনীয় রাখতে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।

Pop Ads

এরপরই চালের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে।সরকারি এ ঘোষণার সঙ্গে সঙ্গে আদমদীঘিতে পাইকারি বাজারের চালের দাম বৃদ্ধি পায়। প্রকারভেদে প্রতি কেজি চাল ৫-১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের।

অন্যদিকে বস্তা প্রতি ১৫০-২০০ টাকা বেশি দিতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। দাম বৃদ্ধির কারণ হিসেবে কঠোর বিধিনিষেধের ফলে পরিবহনে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির অজুহাত দেখাচ্ছে অনেকে।