আদমদীঘিতে লকডাউন এর ২য় দিনে ৮ টি মামলায়  ভ্রাম্যমান আদালতের বিশ হাজার টাকা অর্থদন্ড আদায়

আদমদীঘিতে লকডাউন এর ২য় দিনে ৮ টি মামলায়  ভ্রাম্যমান আদালতের বিশ হাজার টাকা অর্থদন্ড আদায়। ছবি-শিমুল

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান , আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে লকডাউন এর ২য় দিনে স্বাস্থ্যবিধি না মানা ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা, লকডাউন অপেক্ষা করে বিনা কারণে অহেতুক বাহিরে ঘোরাফেরা করার কারণে, আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদমদিঘী বাজার,

শিবপুর বাজার, মোরইল বাজার ও  তাল শন গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, সীমা সারমিন এই অভিযান পরিচালনা করেন।

Pop Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা সহ বিভিন্ন নিষেধাজ্ঞা করার অপরাধে ৮ টি মামলায় ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার সীমা সারমিন শংবাদিকদের জানান বিধি নিষেধ গুলো অমান্যকারীদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে সাজা দিচ্ছি। লকডাউনের পরবর্তী দিনগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।