“আমার মা” মুক্তির আগে অবস্থা পর্যবেক্ষণ করতে চান ডিএ তায়েব!

আমার মা মুক্তির আগে অবস্থা পর্যবেক্ষণ করতে চান ডিএ তায়েব!

সুপ্রভাত বগুড়া (বিনোদন): করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ ছিল দেশের সব প্রেক্ষাগৃহ। গেল ১৬ অক্টোবর খোলার অনুমতি পেয়েছিল প্রেক্ষাগৃহগুলো। ঢাকার বড় হলগুলো ছাড়া দেশের মোট ৬৬টি হল খুলেছে ওই দিন। প্রেক্ষাগৃহ খুললেও মুক্তি পায়নি বড় বাজেটের কোনো সিনেমা। ২৩ অক্টোবর মুক্তি পেয়েছিল মাসুদ হাসান উজ্জ্বলের ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি।

মুক্তির পর বেশ আলোচিত হয়েছে এটি। টানা দুই সপ্তাহ সিনেপ্লেক্সে রাজত্ব করেছে সিনেমাটি। সীমানা পেরিয়ে দেশের বাইরেও যাচ্ছে ‘উনপঞ্চাশ বাতাস’। প্রেক্ষাগৃহ খোলার তৃতীয় সপ্তাহ পার হলেও দেখা নেই নতুন সিনেমার। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) মুক্তির তালিকায় ছিলো ডিএ তায়েব অভিনীত ‘আমার মা’ সিনেমাটি।

Pop Ads

যোগাযোগ করা হলে ডিএ তায়েব বলেন, ‘সিনেমাটি এখন মুক্তি দিতে চাচ্ছি না। আমি অবস্থা আরও পর্যবেক্ষণ করতে চাই। দর্শক এখনো হলে যাচ্ছে না। এই অবস্থায় সিনেমা মুক্তি দিতে চাই না।’ অবস্থা পর্যবেক্ষণের জন্য কতদিন সময় নিতে চান? উত্তরে ডিএ তায়েব বলেন, ‘আরও মাসখানেক দেখতে চাই। যদি অবস্থার উন্নতি হয়, যদি হলে দর্শক আসে তাহলে সিনেমাটি মুক্তি দিবে।’

এস জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘আমার মা’। সিনেমাটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। মা ছেলের জীবনের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন ডিএ তায়েব, ইয়ামিন হক ববি, আনহা তামান্না, শাহরিয়ার নাজিম জয়, আনোয়ারা, কল্যাণ কোরাইরা, হুমায়রা হিমু, টুনটুনিসহ আরও অনেকে।