ঈদকে সামনে রেখে আগামী এক জুলাই থেকে দেয়া হবে ট্রেনের আগাম টিকিট

ঈদকে সামনে রেখে আগামী এক জুলাই থেকে দেয়া হবে ট্রেনের আগাম টিকিট

ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য এক জুলাই থেকে দেয়া হবে ট্রেনের আগাম টিকিট। বুধবার দুপুরে রেলভবনে সাংবাদিকদের এসব কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, এবার ঈদে ছয় জোড়া স্পেশাল ট্রেন চলবে। ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ১ জুলাই।

এরপর ৬, ৭, ৮ ও ৯ জুলাইয়ের টিকেট যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ জুলাই বিক্রি হবে। এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই।

Pop Ads

রেলমন্ত্রী জানান, কমলাপুরসহ ছয় জায়গা থে‌কে ঈ‌দের ট্রেনের আগাম টি‌কিট বি‌ক্রি হ‌বে। আ‌গের পাঁচ জায়গার স‌ঙ্গে যোগ হ‌চ্ছে ক্যানটন‌মেন্ট স্টেশন।

টিকিটের অর্ধেক অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। টিকিট কিনতে যাত্রীদের পরিচয়পত্র বা জন্মসনদ দেখাতে হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবে।

কাউন্টারে টিকিট পাওয়া যাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি টিকিট বিক্রির কেন্দ্রে নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি করে কাউন্টার থাকবে। অ্যাপ ও ওয়েবসাইটেও পাওয়া যাবে টিকিট।