ঈদের জামাত নিয়ে সিদ্ধান্ত জানা যাবে ২৭ এপ্রিল

সুপ্রভাত বগুড়া (ধর্ম ও জীবন): আসন্ন ঈদুল ফিতর-এর জামাত মসজিদে নাকি ঈদগাহে তথা উন্মুক্ত স্থানে হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল)। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের জামাত নিয়ে মঙ্গলবার বৈঠকে বসবে মন্ত্রণালয়।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে ক‌রোনা সংক্রমণ নি‌য়ে আলোচনার পর ঈদের জামাত অনুষ্ঠানের বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হ‌বে। এই প্রসংগে রবিবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবা‌দিক‌দের জানান, আগামী মঙ্গলবার এই বিষ‌য়ে আমাদের একটি অফিসিয়াল মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেবো।

Pop Ads

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় সরকারি নিষেধাজ্ঞার কারণে গত বছরের ঈদুল ফিত‌রের জামাত উন্মুক্ত স্থান বা ঈদগাহে হয়‌নি। গতবা‌রের মতো ঈদগাহে জামাত করায় নিষেধাজ্ঞা থাকবে কি না, এমন এক প্রশ্নের জবাবে ধর্মপ্রতিমন্ত্রী ব‌লেন, আমরা চাই গত বছরের সিদ্ধান্তটাই থাক।

তবে সবকিছুই আলোচনা করে আমরা ফাইনাল করবো। চাঁদ দেখা সাপেক্ষে ১৩ অথবা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।