ঈদ উপলক্ষ্যে আগামীকাল মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী রোমান খানের নতুন গান “বাঁচি কেমনে বল”

ঈদ উপলক্ষ্যে আগামীকাল মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী রোমান খানের নতুন গান বাঁচি কেমনে বল

সুপ্রভাত বগুড়া (বিনোদন ডেস্ক): এই ঈদে মুক্তি পাচ্ছে  বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোমান খানের( বাঁচি কেমনে বল তোকে ছাড়া)শিরোনামে অসাধারণ একটি মিউজিক ভিডিও গান। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রবাসী গীতিকার আর জে রুবেল এবং মিউজিক করেছেন বগুড়ার জনপ্রিয় মিউজিসিয়ান রাব্বি খান
আশা করা যাচ্ছে গানটি দর্শক-শ্রোতাদের হৃদয় ছুয়ে যাবে।

গানটি সম্পর্কে রোমান খান যা বললেন :
বেসিক্যালি আমি সঙ্গীত নিয়ে আছি বেশ ১০/১২ বছর হলো কমবেশি অনেক গান করেছি এবং দর্শক শ্রোতাদের মনে জায়গা পেয়েছি বরাবরের মতো এই গানটি নিয়ে আসছি
আমার ব্যক্তিগত ভাবে এই গানটি আমার খুব প্রিয় একটি গান হয়েছে ইনশাআল্লাহ তাই আমি বিশ্বাস করি দর্শক শ্রোতাদের অন্যরকম একটা গান উপহার দিতে চলেছি আশা করছি সবাই সঙ্গে থাকবেন

Pop Ads

গীতিকার আর জে রুবেলের মতামত :
আসলে আমি দীর্ঘদিন যাবত গান লেখালেখির পাশাপাশি সুর করা গাওয়ার প্রেমে পড়েছি তাই আপনাদের জন্য এই প্রচেষ্টা, একটু ভিন্ন রকম গল্প যদিও কাল্পনিক তবে বাস্তবতার সাথে মিলে যাবে আশাবাদী সব মিলিয়ে আমার অত্যন্ত প্রিয় একটি গান হয়েছে এটি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না তাই আপনাদের সবাইকে অনুরোধ রইবো গানটি উপভোগ করার জন্য।

প্রিয় শিল্পী মিউজিশিয়ান এবং টিমের সবাই খুব প্রচেষ্টা করেছে গানটি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য
কেমন হয়েছে রিলিজের পরে আপনারা দেখবেন এবং বাকিটা আপনাদের মতামতের উপর ডিপেন্ড করবে সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাইকে।

মিউজিশিয়ান রাব্বি খান যা বললেন :
ইতিমধ্যে বেশ কিছু গান আমার কম্পজে রিলিজ হয়েছে বিভিন্ন শিল্পীর কন্ঠে যার প্রত্যেকটি গান অনেক জনপ্রিয়তা পেয়েছে ইনশাআল্লাহ আর জে রুবেল ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং খুব সুন্দর গান লিখেন এবং রোমান খান চমৎকার কন্ঠের অধিকারী খুব সুন্দর তার কন্ঠ এবং প্রতিভা তার কণ্ঠে এই গানটি আমার অত্যন্ত ভালো লেগেছে আশা করছি দর্শক শ্রোতা সবাই গানটি উপভোগ করবেন গ্রহণ করবেন ইনশাআল্লাহ।

গান : “বাাঁচি কেমনে বল”
কন্ঠশিল্পী : রোমান খান
মডেল: ক্বাফী ও নীপা
কথা ও সুর : আর.জে রুবেল
সংগীত : রাব্বী খান
ক্যামেরা: লেমন
ড্রোন: সরকার সুজন
এডিট এবং কালার ও পরিচালনা : বিএমসি লেমন

সবার প্রতি ভালোবাসা রইলো।