উচ্চপ্রবৃদ্ধির কাতারে বাংলাদেশ: আইএমএফ

উচ্চপ্রবৃদ্ধির কাতারে বাংলাদেশ আইএমএফ

বিশ্ব অর্থনীতিতে বড় ছোবল বসাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এবছর বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল -আইএমএফ। তবে বাংলাদেশকে উচ্চপ্রবৃদ্ধির কাতারেই রাখছে সংস্থাটি। আইএমএফ বলছে, চলতি অর্থবছর ৬ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দেখতে পারে বাংলাদেশ। তবে মূল্যস্ফীতি নিয়ে সুখবর নেই।

করোনার প্রকোপ কমায় গেল বছর ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি দেখেছিল বিশ্ব অর্থনীতি। পরিস্থিতি ভালো হওয়ায় এবছর প্রত্যাশা ছিল আরেকটু বেশি। কিন্তু দুঃসংবাদ দিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুট প্রতিবেদন বলছে, চলতি বছরে বৈশ্বিক ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। পরের বছরেও বাড়ার সম্ভাবনা নেই।

Pop Ads

বৈশ্বিক অর্থনীতির এমন দুর্দশায় ইউক্রেন যুদ্ধকে দায়ী করছে আইএমএফ। বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মূল্যস্ফীতিকেও। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, এবছর উদীয়মান ও উন্নয়নশীল এশিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৪ শতাংশ, ইউরো অঞ্চলে ২ দশমিক ৮ শতাংশ, মধ্যপ্রাচ্য ও সেন্ট্রাল এশিয়ায় ৪ দশমিক ৬ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৭ শতাংশ। এছাড়া ধনী দেশগুলোর গড় হবে ৩ দশমকি ৩ শতাংশ।

তবে সবচেয়ে খারাপ খবর যুদ্ধে জড়ানো ইউক্রেন ও রাশিয়ার জন্য। আইএমএফ বলছে, ২০২২ সালে ইউক্রেনের অর্থনীতি সংকুচিত হতে পারে ৩৫ শতাংশ, আর রাশিয়ার অর্থনীতি হারাবে সাড়ে ৮ ভাগ। প্রবৃদ্ধি অর্জনে ভারত শীর্ষে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে দেশটিতে এবছর প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ২ শতাংশ।