উসাইন বোল্ট-মো ফারাহ আসছেন না ঢাকায়

উসাইন বোল্ট-মো ফারাহ আসছেন না ঢাকায়। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): ঢাকায় আসছেন না উসাইন বোল্ট-মো ফারাহ। মার্চে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক ঢাকা ম্যারাথনে তাদেরকে অতিথি করে আনার পরিকল্পনা ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও অ্যাথলেটিক্স ফেডারেশনের। কিন্তু সেই পরিকল্পনায় এসেছে পরিবর্তন। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানিয়েছেন, ১০ জানুয়ারি ঘরোয়া আয়োজন হিসাবে হবে ঢাকা ম্যারাথন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় উসাইন বোল্টের ঢাকা আসার খবর দিয়ে হৈ চৈ ফেলে দেয় অ্যাথলেটিক্স ফেডারেশন। অথচ অক্টোবরের সেই খবর নভেম্বরেই বদলে গেল। যিনি আসার খবর দিয়েছিলেন সেই আব্দুর রকিব মন্টুই জানালেন, আসছেন না উসাইন বোল্ট ও মো ফারাহ।

Pop Ads

হঠাৎ এমন কি হলো তাহলে? ফেডারেশনের শীর্ষ এই কর্তা জানান, করোনা পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। সে কারণেই বাদ দেয়া হয়েছে বিশাল এই আয়োজন। উসাইন বোল্ট আসার খবরে ক্রীড়াঙ্গনে আলোড়ন জেগেছিল।

কিন্তু করোনা পরিস্থিতি সব পরিকল্পনা এলোমেলো করে দিল। ফেডারেশন এখন ঘরোয়া আয়োজনে মন দিচ্ছে। ২৭ নভেম্বর জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স মিট দিয়ে কার্যক্রম অব্যাহত রাখছে ফেডারেশন।