এই ঈদে প্রিয়জনের জন্য রান্না করুন মজাদার নবাবী সেমাই

সুপ্রভাত বগুড়া (রান্না-বান্না): আর মাত্র কয়েকদিন পরেই বাংলার ঘরে ঘরে ঈদ ফিতর পালন করা হবে। এ ঈদে সাধারণত সেমাইয়ের চলন বেশি থাকে। এজন্য মজাদার করে রান্না করুন নবাবী সেমাই। এটি একটি অতি পরিচিত মিষ্টান্ন জাতীয় খাবার।

ঈদুল ফিতরে সেমাই একটি অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও অনেকেই ঘরে আসা অতিথিকে সেমাই দিয়ে আপ্যায়ন করে থাকেন। সেমাই অনেকেরই পছন্দের খাদ্য তালিকার শীর্ষে থাকে।

Pop Ads

সেমাই অবশ্যই অনেকেই অনেক ধরনের করে রান্না করে পরিবেশন করে থাকেন। কিন্তু নবাবী সেমাই! নওয়াবি সেমাই যা স্বাদে একবারে নতুনত্ব। চলুন দেখে নেই নবাবী সেমাই তৈরি করবেন যেভাবে।