এই সরকারের লক্ষ্য হলো কৃষিকে আধুনিকায়ন ও লাভজনক করা : কৃষিমন্ত্রী

সুপ্রভাত বগুড়া (কৃষি সংবাদ): দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই এসরকারে লক্ষ্য হলো কৃষিকে আধুনিকায়ন ও লাভজনক করা।

মঙ্গলবার সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালী কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার, রিপারসহ বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

Pop Ads

মন্ত্রী বলেন, সারা দেশে কৃষিকে ব্যবসায়িকভাবে অধিকতর লাভজনক ও টেকসই করে ফসল উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে সমন্বিত ব্যবস্থাপনাকে গুরুত্ব দেয়া হয়েছে।

তাই ৫০০টি উপজেলায় ১৬১৭ টি কম্বাইন হারভেস্টার, ৭০১টি রিপার, ১৮৪টি রাইস ট্রান্সপ্লান্টারসহ মোট ৫ হাজার ৭৭৬টি বিভিন্ন ধরণের কৃষিযন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে।

মন্ত্রী দাবি করেন, সরকারের এমন পদক্ষেডে দেশে কৃষি যান্ত্রিকীকরণে বিপ্লব ঘটবে। উন্নত-শিল্পোন্নত দেশের কৃষির মতো বাংলাদেশের কৃষিও আধুনিক হবে।