কবিতাঃ মিথ্যা স্বপ্ন

কবিতাঃ মিথ্যা স্বপ্ন

মেছবাহুল হাসান রানা

মরীচিকার পিছে সবাই
মানবতা দিচ্ছে জবাই
এই জগতের ছলে;
হিংস্রের ন্যায় চলছি মোরা
স্বার্থ লাগায় ভুজে কড়া
কিয়ৎ শক্তির বলে।
ক্ষণিকের এই জীবন পাখি
বুজে যদি দুটি আঁখি
আসবেনা আর ফিরে;
সবাই তোমায় সৎকার দিবে
কেহই নাহি সঙ্গে নিবে
ফিরবে আপন নীড়ে।
যাদের তরে লড়ছো বাজি
অর্থের সিন্ধু গড়ছো আজি
কেউ রবেনা পাশে;
সর্বকালের সহকর্মী
ফিরবেনা আর নিত্য ঊর্মি
ধরবে যেদিন নাশে।
ভবের মাঝে নেই কেউ আপন
দুনিয়াটা রাতের স্বপন
মিথ্যা সর্বকিছু;
মানবজীবন করোনা নার
ঘুমের ঘোরর দৌঁড়াও না আর
মরীচিকার পিছু।
মেছবাহুল হাসান রানা
একাদশ শ্রেণি,রংপুর সরকারি কলেজ।