কমিউনিটি স্বাস্থ্যসেবা জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় বগুড়ায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

কমিউনিটি স্বাস্থ্যসেবা জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় বগুড়ায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

বিশ্বব্যাপী জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় মঙ্গলবার বগুড়া জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ। এদিন বিকেলে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ হয়।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের পরিচালনায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন নবাব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য  সজল ঘোষ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ আলম পারভেজ, আতিকুর রহমান আতিক, শেখ হৃদয় মিঠু সবুজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুজন আকন্দ,

Pop Ads

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি শামীমা সুমি, সাধারণ সম্পাদক রুবাইয়া খাতুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বির, বগুড়া সরকারি কলেজের সভাপতি সিয়াম শাহরিয়ার খান, সাধারন সম্পাদক  সাফিনুল ইসলাম সাফিন, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা তন্ময় সাহা সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী যে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছিল ২০২৩ সালে সেটি “দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ” নামে জাতিসংঘ কর্তৃক রেজুলেশনের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্য, বাংলার দুঃখী-মেহনতী মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবা প্রদান করে আসছে। যেখানে ৩২ ধরনের ঔষধ বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

জাতিসংঘ আরো স্বীকৃতি দেন যে, ২০৩০ সালের মাঝে স্বাস্থ্য সেবায় এসডিজির যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনা ইনিশিয়েটিভ ফর্মুলা সবাইকে গ্রহণ করতে হবে।বক্তারা আরো বলেন তরুণ সমাজ এবং ছাত্রসমাজকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে। সামনে আমাদের জাতীয় নির্বাচন আসছে এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা কে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে ছাত্র সমাজকে কাজ করে যেতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ শেখ হাসিনার হাতধরে এখন উন্নয়নের যুগে অবস্থান করছে। শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। তাই যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, নইলে ছাত্রলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।