করোনায় চাকরির বাজারে স্থবিরতা, আরও ৮ লাখ মার্কিনি চায় বেকার ভাতা

করোনায় চাকরির বাজারে স্থবিরতা, আরও ৮ লাখ মার্কিনি চায় বেকার ভাতা । ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (জীবন-জীবীকা): করোনা সংক্রমণ মোকাবিলায় একদিকে টিকা প্রয়োগ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, অন্যদিকে নতুন ধরন নিয়ে আবার ভয়াবহ হয়ে উঠছে কোভিড-১৯। এরই মধ্যে গত সপ্তাহে নতুন করে ৮ লাখ ৩ হাজার মার্কিন নাগরিক বেকার ভাতার জন্য আবেদন করেছেন। এর আগের সপ্তাহে ভাতা চেয়েছিলেন ৮ লাখ ৬৯ হাজার ৩৯৮ জন।

সেই তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা কিছুটা কম। এমনটিই জানিয়েছে দেশটির শ্রম অধিদপ্তর। বলা হচ্ছে, করোনার কারণে এখনও মার্কিন চাকরির বাজারে স্থবিরতা বিরাজ করছে। মোটামুটি ২ কোটি মানুষের আর্থিক সহায়তা দরকার হবে।

Pop Ads

কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার কারণেই এবার ৮ লাখের বেশি মানুষ নতুন করে বেকার ভাতা চেয়ে আবেদন করেছেন। বর্তমানে বেকার ভাতা চাওয়া মোট মার্কিন নাগরিকের সংখ্যা গত বছরের চেয়ে চারগুণ বেশি। এবং বলা হচ্ছে সামনের দিনে আরও খারাপ অবস্থা অপেক্ষা করছে মার্কিন চাকরির বাজারে।

করোনার আগে সর্বোচ্চ বেকার ভাতা আবেদনের সংখ্যা ছিল এক সপ্তাহে ৬ লাখ ৯৫ হাজার। তা ছিল ১৯৮২ সালে। যুক্তরাষ্ট্রে বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা গত মার্চের পর আগস্টের ২য় সপ্তাহে ১০ লাখের নিচে নামে।

আর ওই মাসের প্রথম সপ্তাহে দেশটিতে ৯ লাখ ৬৩ হাজার মানুষ বেকার ভাতার আবেদন জানান, যা তার আগের সপ্তাহের চেয়ে ১২ লাখ কম।