করোনা সংক্রমণ বাড়লেও স্কুল বন্ধ হবে না: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণ বাড়লেও স্কুল বন্ধ হবে না: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণ বাড়লেও স্কুল বন্ধ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্কুল খোলা রেখেই করোনা মোকাবিলা করা হবে। বন্যার কারণে পিছিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার তারিখও শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আবারো করোনা সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে রয়েছে। এই অবস্থায় শিক্ষামন্ত্রণালয় বলছে, ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। তাই স্কুল বন্ধ হবে না।

Pop Ads

সেই সঙ্গে ১২ বছরের নিচে শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার চেষ্টা চলছে। এ ছাড়া বন্যার কারণে এসএসসি পরীক্ষার্থীদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজ চলছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, যেসব পরীক্ষার্থীর বই নষ্ট হয়েছে তাদের দ্রুত সময়ে বই দেয়া হবে। বই দেয়া শেষ হওয়ার দুই সপ্তাহ পরে পরীক্ষা হবে। পূর্ব নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তাই পরীক্ষার্থীদের পড়াশুনার সঙ্গে থাকার আহ্বান শিক্ষামন্ত্রণালয়ের।