করোনায় চুল পড়া থামছে না? বাড়িতেই তৈরী করুন মেথির তেল

করোনায় চুল পড়া থামছে না? বাড়িতেই তৈরী করুন মেথির তেল

করোনা থেকে সেরে উঠলেও চুল পড়া সমস্যা কাটছে না অনেকের। শরীরে ভিটামিন ডি-সহ যাবতীয় খনিজ ও অন্যান্য ভিটামিন ঠিক থাকার পরও যদি চুল পড়ে তবে একটি ঘরোয়া তেল তৈরি করেই দূর করতে পারেন এ সমস্যা।

মেথি তেল তৈরির উপকরণ : মাঝারি আকারের এক বোল খাঁটি নারিকেল তেল, চার টেবিল চামচ মেথিদানা ও কিছু কারি পাতা।

Pop Ads

প্রস্তুত প্রণালী : সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় অল্প আঁচে ১০ মিনিট জ্বাল দিন। এরপর মিশ্রণটা ঠান্ডা করে একটি কাচের জারে ২-৩ দিন রেখে দিন। এ ২-৩ দিন তেলটি ব্যবহার করবেন। এরপর সপ্তাহে অন্তত দু’বার তেলটি ভালো করে চুল ও স্কাল্পে মাখুন। ক’দিন পর নিজেই পরিবর্তনটা বুঝতে পারবেন।