করোনা পরিস্থিতিতে শাজাহানপুরে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণ কার্য্যক্রম

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিেিত জনসাধারনকে প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান দুধ ও ও ডিম বিক্রয় করছে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন(বিডিএফএ), বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ)। সহযোগিতায় প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণি সম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়।

Pop Ads

বৃহঃবার ১৫ এপ্রিল উপজেলার মাঝিড়া বন্দর সহ বিভিন্ন এলাকায় নায্যমুল্যে এসব পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
র্কাযক্রমটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে শাজাহানপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, বগুড়া।

এদিকে করোনাকালীন এ দুর্যোগে পুষিট চাহিদা পুরণের লক্ষ্যে বিভিন্ন বাজারে গিয়ে দুধ ডিম বিক্রি করায় এবং হাতের কাছে নায্যমুল্যে ভিটাদিন সমৃদ্ধ পুষ্টিকর পণ্য পেয়ে স্বর্তস্ফুর্তভাবে লোকজন এসব পণ্যসামগ্রী ক্রয় করছেন। জনসেবামুলক এমন র্কায্যক্রম দেখে ভুয়সী প্রশংসা করেন অনেকে।

সার্বিক র্কায্যক্রমটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম শামছুদ্দিন। সহযোগিতা করেন উপজেলা ভেটেরেনারী কর্মকর্তা ডাঃ কানিছ ফারজানা, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, আবুল বাসার, রেজওয়ান কায়েস, এলএফএ মাহফুজার রহমান, মিজানুর রহমান ও এলএসপি মোঃ আবদুল ওহাব।