গতকালের নমুনার ফলাফলে আজ বগুড়ায় নতুন করোনাক্রান্ত ৬৯ জন !

প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): গত কয়েকদিনে বগুড়ায় ব্যাপক সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও বর্তমানে কমতে শুরু করেছে করোনার হটস্পট খ্যাত বগুড়ায় সংক্রমণ।

এরই মধ্যে প্রশাসনের কঠোর পদক্ষেেপ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক লক্ষ করা যাচ্ছে। করোনার শুরু থেকেই জেলা পুলিশ বগুড়া’র নানামুখি পদক্ষেপ এর সুফল পেতে শুরু করেছে বগুড়াবাসী।

Pop Ads

গত কয়েকদিনে বগুড়ার ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে অনেকেই এখন ব্যক্তিগত ভাবে সচেতন। সবাই নিজ নিজ স্থান থেকে সচেতন হলে এবং যথাযথ নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চললে অচিেরই এই সংকট থেকে মুক্তি মিলবে বলে মনে করেন বগুড়ার সচেতন মহল।

গতকাল ২৮জুন এর নমুনার ফলাফল অনুযায়ী আজকের তথ্য তুলে ধরা হলো:

২৮ জুন রবিবারে সংগৃহীত ৩২৫ নমুনার ফলাফলে ৬৯জন করোনা শনাক্তের খবর জানা গেছে। (২৯জুনের ফলাফল ৩০জুনে জানা যাবে)।

আজ বগুড়ায় নতুন করে ৬৯জন করোনায় শনাক্তের মধ্যে পুরুষ- ৪৩জন, নারী-২২জন, শিশু-৪জন।

উপজেলাভিত্তিক ফলাফলে- বগুড়া সদরে ৫৫জন, গাবতলী ৬জন, শাজাহানপুর ৩জন, শিবগঞ্জ ৩জন এবং দুপচাঁচিয়া ২জন।

এদের মধ্যে শজিমেকের ১৮৮পরীক্ষার ফলাফলে ১৫জন পজিটিভ এবং টিএমএসএস এর ১৩৭ফলাফলে ৫৪জন পজিটিভ হয়েছেন।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো- ২৭৮২জন, মোট সুস্থ- ৪৪৩(নতুন ৯১), মোট মৃত্যু- ৪৮জন (নতুন ০), এখন চিকিৎসাধীন আছে- ২৩১৩।

সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, বগুড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here