গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা আরও ১৩৬ জন !!

গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা আরও ১৩৬ জন !! প্রতিকী-ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নতুন করে আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন আরও ৪ জন,মোট মৃত্যুর সংখ্যা ৫২ জন।

এছাড়া নতুন করে ১৩১ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৫৭৪ জন। ৩০ জুন সকাল ১১ টায় খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস থেকে ডাঃ ফারজানুল ইসলাম।

Pop Ads

২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে সদর ৭৩, সারিয়াকান্দি ১ জন, সোনাতলা ১৩ জন, শিবগঞ্জ ৩ জন, আদমদীঘি ১ জন, দুপচাচিয়া ২জন, কাহালু ১ জন, শেরপুর ১৬ জন, ধুনট ৪ জন, গাবতলী ১৫ জন ও শাজাহানপুর ৭জন রয়েছেন ।

ডাঃ ফারজানুল ইসলাম জানান, ঢাকার নমুনা ৩৩৫ টি, টিএমএসএসের ১৮০ টি ও শজিমেকের ১৮৮ টি ফলাফল এসেছে।

প্রতিটি প্রতিষ্ঠান থেকে কতজন করে করোনা পজিটিভ হয়েছে, আক্রান্তদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু কতজন,এবং বয়সভিত্তিক ভাবে “করোনা দর্পণ বগুড়া” ফেসবুক লাইভ বিফ্রিংয়ে এমন তথ্য দিতে পারেন নি এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here