গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনা ও উপসর্গে মৃত্যু ২৪ !

277
গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনা ও উপসর্গে মৃত্যু ২৪ !

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬জন এবং উপসর্গ নিয়ে ১৮জন সহ মোট ২৪জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার দুইটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।

করোনাক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার শিশির চন্দ্র(৭০), সদরের সরদার রহমতুল্লাহ(৮৩), শেরপুরের জাহানারা(৭৩), গাবতলীর সামেদ আলী(৯৫), শেরপুরের চাঁন মিয়া(৪৫) এবং সদরের সেলিনা(৬৯)।

Pop Ads

এ ছাড়া সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলার দুইটি পিসিআর ল্যাবে ৩৪৫ জনের নমুনায় পরীক্ষায় নতুন করে আরও ১৪৪জন শনাক্ত হয়েছেন।

এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ১২৬জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় ৮জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪নমুনায় ১০জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১দশমিক ৭৩শতাংশ।

এছাড়া একই সময়ে ১৩৬জন সুস্থ হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮৫২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২জন এবং ৫৩৩জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৮৯৭জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।