গাইবান্ধা গোবিন্দগঞ্জে রাতে আধারে নদীর বাঁধ কেটে দেওয়াই আরও ৫০গ্রাম বন্যায় প্লাবিত

গাইবান্ধা গোবিন্দগঞ্জে রাতে আধারে নদীর বাঁধ কেটে দেওয়াই আরও ৫০গ্রাম বন্যায় প্লাবিত। ছবি-সামছুল

সুপ্রভাত বগুড়া( (শামছুজ্জামান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি): গোবিন্দগঞ্জ রাতে আধারে কিছু লোক করতোয়া নদীর বাঁধ চুরি করে কেটে দেওয়াই নতুন করে আরও ৫০ গ্রাম বন্যাই প্লাবিত। খোজনিয়ে জানা যায় রবিবারে দিবাগত রাতে কিছু লোক করতোয়া নদীর উত্তর পশ্চিমের বাঁধ চুরি করে কেটে দেয়।

করতোয়া নদীর পানি কমে গেলেও বাঁধ কাটার কারনে বন্যাই কবলিত দুই ইউনিয়নের ৪০হাজার মানুষ।
বন্যার পানিতে প্লাবিত হচ্ছে দরবস্ত, তালুককানুপুর ও তৎসংলগ্ন এলাকার প্রায় ৫০টি গ্রাম। নদীর পানি বিপদসীমার অনেক উপরে থাকায় বাঁধ কেটে দেওয়ায় সাথে সাথে বন্যামুক্ত এলাকার ৫০টি গ্রামের অনেক ফসল পানিতে তলিয়ে গেছে।

Pop Ads

বাঁধ কেটে দেওয়ার তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন জানান, রাতের আধারে দুস্কৃতিকারীরা বাঁধটি কেটে দেয়। তিনি আরও জানান, বাঁধ কাটার সাথে জড়িত দুস্কৃতিকারীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।