ঘরেই বানিয়ে ফেলুন অরেঞ্জ চকোলেট কেক

ঘরেই বানিয়ে ফেলুন অরেঞ্জ চকোলেট কেক

শুধু কমলালেবুর কোয়া মুখে পুরতে বিরক্ত লাগলে তা দিয়ে বানিয়ে ফেলুন অরেঞ্জ চকোলেট কেক। শীতকালে প্রতিটি বাড়িতেই কমলালেবু নিত্যদিনের ফল। তাই খাওয়াও হয় ব্যাপক। তবে শুধু মুখে কমলালেবু আর কতই খাওয়া যায়। তাই বাড়তি কমলালেবু দিয়ে বানিয়ে ফেলুন কেক।

উপকরণ :

Pop Ads

১) ডিম ৩ টা

২) চিনি ১৫০ গ্রাম

৩) কমলালেবুর খোসা এবং কোয়া

৪) কাঠবাদাম গুঁড়া ৭৫ গ্রাম

৫) ময়দা ১৫০ গ্রাম

৬) কোকো পাউডার ২৫ গ্রাম

৭) বেকিং পাউডার ৮ গ্রাম

৮) হুইপিং ক্রিম ১২০ গ্রাম

৯) মাখন ৭৫ গ্রাম

প্রণালী :

ডিম, চিনি আর কমলালেবুর খোসা এবং অর্ধেক কমলার রস এক সঙ্গে মিশিয়ে নিন।

এর মধ্যে মেশান মধু ও কাঠবাদামেরগুঁড়া।

এরপর অন্য একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার মিশিয়ে নিন ভাল করে। এই মিশ্রণটি মিশিয়ে দিন আগে করা ডিমের মিশ্রণটির সঙ্গে।

এবার একটি পাত্রে ভাল করে ক্রিম ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিন মিশ্রণে।

মাখন আর ডার্ক চকোলেট গলিয়ে নিয়ে মিশিয়ে দিন।

আগে থেকে তৈরি করে রাখা কেক মোল্ডে ভাল করে মাখন লাগিয়ে নিন। হাল্কা করে ময়দা ছড়িয়ে মিশ্রণটা ঢেলে দিন।

এবারে বেক করে নিলেই তৈরি চকোলেট অরেঞ্জ কেক।