চলমান তাপ প্রবাহ থাকবে আরো এক সপ্তাহ, ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা !!

চলমান তাপ প্রবাহ থাকবে আরো এক সপ্তাহ, ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা !! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (জীবন-জীবীকা): সহসাই কমছে না গরম। তীব্র তাপপ্রবাহে সারা দেশ উত্তপ্ত থাকবে আরো এক সপ্তাহ। গত ৬ মাস ধরে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনামূলক অনেকটাই কম। এমন অবস্থায় আরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।

তারা বলছেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে না আনা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে। রোদের প্রখর তাপে পুড়ছে দেশ। অতিষ্ট জনজীবন। এরই মধ্যে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে ৩টি পেরিয়ে ৪র্থ তাপপ্রবাহে দেশ।

Pop Ads

আগামী ৩ দিনে দেশের বেশকিছু জায়গায় তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, এই অবস্থা থাকবে আরো সপ্তাহখানেক। এসময় তাপমাত্রার থাকবে ঊর্ধ্বমুখী; ছাড়াবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সপ্তাহজুড়েই থাকবে তীব্র গরম।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিন জানান, প্রকৃতির এমন তেজী আচরণের প্রভাব দেখা দিয়েছে কৃষিতে। এরই মধ্যে নষ্ট হয়েছে প্রায় এক লাখ টন ধান।

যার অর্থিক ক্ষতি প্রায় সাড়ে ৩শ ২৮ কোটি টাকা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে এমন শঙ্কট। সামনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিষয়ক গবেষণা আরো বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।