চাইনে কোনও অধিকার !

রুদ্র অয়ন এর কবিতা -চাইনে কোনও অধিকার !- সুপ্রভাত বগুড়া
রুদ্র অয়ন এর কবিতা    
কাশফুল প্রভাতের
সূর্যের সাথে খেলে
আবার রাতের
পঞ্চমীর চাঁদে হারায়।
শিউলি রাতের নিঃসঙ্গতায়
প্রস্ফুটিত হয়ে
সকালে ঝরে যায়!
সূর্য স্পর্শা কাশফুলের শুভ্রতায়
পবিত্রতার চাষাবাদ।
যদিও সূর্য শিউলিকে
দেয়না স্পর্শ
তবুও অসূর্য স্পর্শা
শিউলিতেই হয় দেবতার অর্ঘ্য।
আমি তোমার শিউলি
নাকি কাশফুল?
আজও তা হলোনা জানা!
তথাপি আমার হৃদয় আসনে
তুমি দেবীতুল্য।
দূর থেকে তোমায়
ভালোবেসে যাই
চাইনেতো কোনও অধিকার।
– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ