চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): এবছর চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করে মার্কিন হারভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ মাইকেল হটন পেলেন এবারের নোবেল। চিকিৎসায় অবদানের স্বীকৃতির মধ্য দিয়ে শুরু হলো এবারের নোবেল।

এরপর ১২ অক্টোবর পর্যন্ত তা দেয়া হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে। এবার শান্তিতে নোবেল জয়ীর সম্ভাব্য ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন, নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা, রাশিয়ার বিরোধী নেতা নাভালনি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Pop Ads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম শোনা গেলেও তা খারিজ করছে দেশটির সংবাদ মাধ্যম সিএনএন।করোনার কারণে ভার্চুয়ালি তা বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে ১০ ডিসেম্বর। নিজ নিজ দেশ থেকে অনুষ্ঠানে অংশ নেবেন বিজয়ীরা।

এতদিন নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার। এ বছর ১০ লাখ ক্রোনার বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল ফাউন্ডেশন।