জার্মান ডক্টরসের আর্থিক সহযোগীতায় নওগাঁয় হিজড়া ও এমএসডাব্লিউদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জার্মান ডক্টরসের আর্থিক সহযোগীতায় নওগাঁয় হিজড়া ও এমএসডাব্লিউদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। ছবি-আন্তর আহম্মেদ

সুপ্রভাত বগুড়া (অন্তর আহম্মেদ নওগাঁ): নওগাঁয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া হত দরিদ্র ৫৩জন হিজড়া ও এমএসডাব্লিউদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) দুপুরে জার্মান ডক্টরস এর আর্থিক সহযোগীতায় এবং আইসিডিডিআর,বি এর তত্বাবধানে নওগাঁ লাইট হাউস সাব-ডিআইসিতে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

Pop Ads

খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে, চাল ১২ কেজি, ডাল ২কেজি, তৈল ২ কেজি, আলু ৪ কেজি ও লবন ২ কেজি।

এ সময় উপস্থিত ছিলেন, লাইট হাউস হেড অফিসের প্রোগ্রাম স্পেশালিষ্ট মোঃ ওমর ফারুক আকন্দ, নওগাঁ লাইট হাউজের সাব-ডিআইসি ইনচার্জ ওয়াহেদুল হকসহ নওগাঁ সাব-ডিআইসি’র কর্মীবৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here