জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য আপনাকে যা করতে হবে

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য আপনাকে যা করতে হবে ।

সুপ্রভাত বগুড়া (ফ্যাশন ও রুপচর্চা): সুন্দর উজ্জ্বল ও দিপ্তিময় ত্বক সব রমনিরই আকাংখা থাকে। তাই আজ আপনাকে জানাবো কিভাবে আপনিও হতে পারেন উজ্জ্বল ত্বকের অথিকারি। ঘুমাতে যাওয়ার ৩ মিনিট আগে আজকের এই পদ্ধতি ব্যবহার করলেই আপনি পাবেন উজ্জ্বল ত্বক। আসুন জেনে নেয়া যাক, আপনাকে যা করতে হবে।

উপকরণ : ১ চামচ গোলাপ জল, ৩-৪ দানা জাফরান, আধা চা চামচ অ্যালোভেরা জেল, সামান্য উষ্ণ গরম জল, ১ চামচ কালোজিরা আর ১ চামচ মধু।

Pop Ads

ব্যবহারের পদ্ধতি: প্রথমে গোলাপ জলের মধ্যে জাফরানের দানা এক ঘণ্টা মতো ভিজিয়ে রাখুন। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন, সেটি তত বেশি কার্যকরী হবে। জাফরান থেকে রং বেরিয়ে এলে এর সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এ বার ঠান্ডা জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিয়ে এক টুকরো তুলোর দিয়ে পরিষ্কার মুখে এই মিশ্রণ ভাল করে লাগাতে থাকুন। মুখের উপর লাগানো এই প্রলেপ শুকিয়ে যাওয়া পর্যন্ত শান্তভাবে অপেক্ষা করুন।

এবার এক গ্লাস সামান্য উষ্ণ জলের মধ্যে কয়েক দানা জাফরান ও মধু মিশিয়ে খেয়ে নিয়ে ঘুমোতে যান। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক।