জেলের জালে ধরা পড়লো ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ!

জেলের জালে ধরা পড়লো ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ!

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো সাত মণ ওজনের শাপলাপাতা মাছ। আজ বৃহত্তম পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি ক্রয় করেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন।

মাঝি মো. ওসমানের বরাত দিয়ে আড়তদার মো. টিপু খান জানান, গভীর সাগরে একটি শাপলাপাতা মাছ জালে ধরা পড়ে। মাছটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে প্রকাশ্য নিলামে ডাকা হয়।

Pop Ads

প্রকাশ্য নিলামে সর্বোচ্চ মূল্যে মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন ১৬ হাজার টাকা কেজি দরে ১ লাখ ১২ হাজার টাকায় ক্রয় করেন।