জয়পুরহাটে দুই ইউপিতে নির্বাচন, প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

234

নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাটঃজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদ প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য দেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আনিছার রহমান, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম।
বক্তারা বলেন, আগামী ২ নভেম্বর উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউপি নির্বাচনের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালানোর পরামর্শ দেন। আচরণ বিধি লঙ্ঘন ও আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়ে কোন প্রার্থী নির্বাচনী প্রচার করছে এমন অভিযোগ এলে কঠোর হস্তে দমন সহ ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কার হবে।
এ সময় বড়তারা ও তুলশীগঙ্গা ইউপি নির্বাচনের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

সুপ্রভাত বগুড়া/ এম রাসেল আহমেদ

Pop Ads