ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে আলু শস্য বীমা দাবী বিতরণ করে ইএসডিও -সুরক্ষা প্রকল্প

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে আলু শস্য বীমা দাবী বিতরণ করে ইএসডিও -সুরক্ষা প্রকল্প। ছবি-আলমগীর

সুপ্রভাত বগুড়া (আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি): ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর সুরক্ষা প্রকল্প কৃষকদের মাঝে আলু শস্য বীমা দাবী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার সকালে ডেভাডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সুরক্ষা প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে আলু শস্য বীমা দাবীর টাকা কৃষকদের হাতে তুলে দেন উপপরিচালক খামার বাড়ি ঠাকুরগাঁও, কৃষিবিদ আবু-হোসেন।

Pop Ads

দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়,

উপ-সহকারী কৃষি অফিসার ৮ নং রহিমানপুর মঈনুল আলম,প্রজেক্ট অফিসার সিনজেন্ট ফাউন্ডেশনর রেজাউল করিম, সুরক্ষা প্রকল্প ইএসডিও কো-অর্ডিনেটর খতিবর রহমান সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।