ডেঙ্গু আক্রান্ত বাড়ছে , শয্যা সংকট হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত বাড়ছে , শয্যা সংকট হাসপাতালে

প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চাপ বাড়ছে সারা দেশের হাসপাতালে। এরই মধ্যে রাজধানীর অনেক সরকারি হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এসব কথা জানান স্বাস্থ্য সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

ডেঙ্গুর হটস্পটগুলোতে দ্রুত অভিযান চালাতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান তার। বর্ষা বিদায় নিলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রায় প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। আগে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু বাড়লেও এবার অক্টোবরেও বাড়ছে এ ভাইরাসের প্রকোপ।

Pop Ads

গত ১৬ দিনেই ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে ৯ হাজার। মৃত্যু ৩৯ জনের। অথচ গত বছরের অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫ হাজার ৪৬৭ জন, মারা যান ২২ জন। অর্থাৎ শনাক্ত ও মৃত্যু– দুটোই বেড়েছে এবছর।

রাজধানীর দুই সিটির মধ্যে মিরপুর, উত্তরা, মুগদা, ধানমন্ডি ও যাত্রাবাড়ী এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। মশা নিধনে এসব হটস্পটে দ্রুত অভিযানের পরামর্শ দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। দেশে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ৯৬ জন।