দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী

সুপ্রভাত বগুড়া (শিক্ষা-সাহিত্য): দেশে প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, আগামী বছরের (২০২১) ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঠ্যপুস্তক উৎসব-২০২১ সংক্রান্ত এক অনলাইন ব্রিফিংয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এসময় শিক্ষামন্ত্রী এও জানান, যদি দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে আগামী ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে।

Pop Ads

এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। সিলেবাস ছোট করার কাজও এরই মধ্যে শুরু হয়েছে।

১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে আগামী বছর শিক্ষার্থীদের রোলের বদলে আইডি নম্বর দেয়া হবে।