দুই লাখ ইভিএম কেনা জাতির সঙ্গে মশকরা : ফখরুল

দুই লাখ ইভিএম কেনা জাতির সঙ্গে মশকরা : ফখরুল

নির্বাচন কমিশনের আরও দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার নির্বাচন কমিশনের প্রকল্পকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এসময় মির্জা ফখরুল আগামী নির্বাচন ও বতর্মান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে কারচুপির জন্য অনুগত লোকদের দিয়ে ইসি গঠন করা হয়েছে। এখন তাদের নিয়ে সরকার নানা পরিকল্পনা করছে । এ সময় তিনি আরও বলেন, ‘আপনারা দেখেন যে, কী রকম মশকরা হচ্ছে জাতির সঙ্গে।

Pop Ads

মানুষ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে। আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল বলেছে ইভিএম চাই না।’ ‘সেখানে তারা (ইসি) আজকে একশ পঞ্চাশটি আসনের জন্য আরও ইভিএম কেনার জন্য ৮ হাজার কোটি ৭১১ কোটি টাকা চেয়েছে।

মগের মল্লুক। কারণ এদেশে তো কোনো জবাবদিহি করতে হয় না।’ এ সময় দেশে সুশাসন নেই দাবি করে তিনি বলেন, দেশকে এরকম একটা ভয়াবহ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এই আওয়ামী লীগ।